Wednesday 13 September 2017

‘পছন্দের হলুদ জামাটাও আনতে পারলাম না’

মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। শিশু থেকে বৃদ্ধ—সবাই আছে এই দলে। এত দিনের সবকিছু ফেলে প্রায় শূন্য হাতে অচেনা একটা দেশে অনিশ্চিত জীবন তাদের। পেছনে আগুন, গুলি, হত্যাকাণ্ডের দুঃসহ স্মৃতি আর সামনে আগামী দিনগুলো কীভাবে কাটবে সে শঙ্কা। বিবিসি মুখোমুখি হয়েছিল এমন তিনজনের।
তাদের একজন শিশু আয়েশা বিবি। সাজতে সে ভীষণ পছন্দ করে। মিয়ানমারে থাকতে সাজগোজ করার অনেক জিনিস ছিল তার। কিন্তু আই লাইনার, পাউডার আর চুড়ি ছাড়া সে আর কিছু নিয়ে আসতে পারেনি। কেন?—প্রশ্ন করতেই সে বলল, ‘চার পাশে সবাইকে মেরে ফেলছিল। ভয়ে সবাই পালাচ্ছিল। তাই সঙ্গে করে তেমন কিছু আনার সময় পাইনি। এমনকি আমার পছন্দের হলুদ জামাটাও আনতে পারলাম না!’
রেহানা নামের এক গৃহবধূ জানালেন, ‘আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমার এক ভাই আগুনে পুড়ে মারা গেল চোখের সামনে। এরপর প্রাণভয়ে পালিয়েছি। সঙ্গে কিছু আনতে পারিনি। নিজের স্বর্ণের জিনিসগুলোও না। জানি না কীভাবে সামনের দিনগুলো কাটবে।’

1 comment:

  1. Fair Play Casino (Best Casino in Canada 2021) - deccasino.com
    Fair Play Casino. Fair Play หารายได้เสริม is a leading Canadian online 인카지노 casino that focuses on providing quality online 메리트카지노 casino games. We provide quality casino  Rating: 4.2 · ‎Review by Christian Doe

    ReplyDelete